সাতক্ষীরার কলারোয়ায় দুই মেয়ে সন্তানের পর ফের কন্যা সন্তান জন্ম নেয়ায় নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা শারমিন আক্তারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম।
এর আগে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে খালের কচুরিপনা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই নবজাতকটি উপজেলার শ্যামনগরের ইব্রাহিম খলিলের মেয়ে।
স্থানীয়রা জানায়, পাঁচ দিন আগে কলারোয়ায় অপারেশন করে কন্যা শিশুটির জন্ম দেন মা শারমিন। তার বাবা খলিল রঘুনাথপুরে ঘরজামাই থাকতেন।
Reporter Name 
















