বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দপচাঁচিয়ায় পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২১ অক্টোবর মঙ্গলবার চাউল কল মালিক সমিতি কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সাইফুর রহমান মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাড. হাবিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন,
সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম,
সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, জান্নাতুল ফেরদৌস,
পৌর বিএনপির সহসভাপতি আহসান হাবিব, আহমেদ আলী,
নূরুল ইসলাম নূর, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল,
ইউনুস আলী, মহলদার মানিক, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, রাজিব তালুকদার, রাবু খান, হুমায়ন কবির,
বেলাল হোসেন, ইদ্রিস আলী খান, ওবাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহ্ববায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, মহিলা দল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন,
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনাল ইসলাম বর্ষনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এস এম দৌলত, বগুড়া 













