গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাতারে পাড়া গ্রামে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ১০ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশু তাজরুল ইসলামের নাতনি। সে দুপুরে মায়ের সঙ্গে মায়ের নানীর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে পাশের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
অকাল প্রয়াত এ শিশুর মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম।
Reporter Name 















