রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ওপরে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, রাত ১০টা ১২ মিনিটে সংবাদ পাওয়ার পর প্রথম ইউনিট রাত ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ৮টি ইউনিটের চেষ্টা রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দফতরটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি। আমাদের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অনলাইন ডেক্স 












