বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষক অধিকার প্রতিষ্ঠার নেতা এবং ওয়ার্কার্স পার্টির পুলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁকে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, ডায়াবেটিস সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা শাখা এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা।
জানাজার আগে মরহুমের প্রবাসী পুত্র, যিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন, তিনি, বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর পিতার স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার বাবা ছিলেন সৎ, নির্লোভ ও ন্যায়ের পথে চলা একজন মানুষ। তাঁর কাছ থেকে আমি শিখেছি মানুষের পাশে থাকা মানেই জীবনের অর্থ।
এ সময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি মানিক, সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক ওয়াজিউর রহমান র্যাফেল, এ্যাড. আশরাফ।
Reporter Name 













