বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জে মহিলা দলের উদ্যোগে এক বিশাল মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে মিরপুর স্কুল মাঠে সিরাজগঞ্জ জেলা মহিলা দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি জনসমুদ্রে পরিণত হয়, এবং মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে মহিলা কর্মীদের বিপুল উপস্থিতি ও আগ্রহের চিত্র তুলে ধরে।
সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম ও সিরাজগঞ্জ শহরের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো জাতিকে নৈরাজ্য থেকে মুক্ত করার একমাত্র পথ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের রূপরেখার তাৎপর্য তুলে ধরে উপস্থিত মহিলা কর্মীদেরকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মোছাঃ মেরী বেগম, যুগ্মসাধারণ সম্পাদক সালমা খান, সাংগঠনিক সম্পাদক জ্যৎস্না মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব এবং ৩১ দফা কর্মসূচির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। মহিলা দলের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে জনমত গঠনের কাজ জোরদার হচ্ছে।
স্টাফ রিপোর্টার 











