Dhaka ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩, বিক্ষুব্ধ এলাকাবাসী

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৩২ ভিউ টাইম

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, ৫ম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ তাদের হেফাজতে নিলেও চালক পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সৎকারে বাধা, লাশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩, বিক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট সময়: ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, ৫ম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ তাদের হেফাজতে নিলেও চালক পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।