Dhaka ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘মোন্থা’’ যেসব জেলায় বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০৭:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫২ ভিউ টাইম

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই দুর্বল হয়ে ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি প্রতিবেশী ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে শুক্রবার (৩১ অক্টোবর) দেশের বেশকিছু জেলায় বৃষ্টি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকে দেয়া ওই পোস্টে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক জানান, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকেল ৫ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের উপরে বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলার উপরে হালকা থেকে মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে রংপুর বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে।

অন্যদিকে শুক্রবার টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে দুপুর ৩টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে এই সময়ে কুষ্টিয়া, মেহেরপুর জেলা ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া শুক্রবার সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনী জেলার কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ‘মোন্থা’’ যেসব জেলায় বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে

আপডেট সময়: ০৭:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই দুর্বল হয়ে ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি প্রতিবেশী ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে শুক্রবার (৩১ অক্টোবর) দেশের বেশকিছু জেলায় বৃষ্টি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকে দেয়া ওই পোস্টে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক জানান, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকেল ৫ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের উপরে বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলার উপরে হালকা থেকে মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে রংপুর বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে।

অন্যদিকে শুক্রবার টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে দুপুর ৩টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে এই সময়ে কুষ্টিয়া, মেহেরপুর জেলা ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া শুক্রবার সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনী জেলার কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।