বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ পৌর শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা প্রফেসর শায়খ ডক্টর মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ।
৩১ অক্টোবর শুক্রবার সকাল ৯ ঘটিকায় রায়গঞ্জের দারুল ফাতাহ ট্রাস্ট হল রুমে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌর আমীর আলহাজ্ব হোসেন আলীর সভাপতিত্বে এবং পৌর সহকারী সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম জাফরের সঞ্চালনায় সভার কাজ পরিচালিত হয়।
প্রধান অতিথি প্রফেসর শায়খ ডক্টর মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ তাঁর বক্তব্যে ওয়ার্ড দায়িত্বশীলদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র গঠন, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, “দায়িত্বশীলদের শুধু কর্মী বা নেতা হলেই চলবে না, নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে জনগণের মাঝে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে।”
শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, রায়গঞ্জ উপজেলা আমীর বর্ষিয়ান জননেতা মোঃ আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, ছাত্রশিবিরের সহকারী কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র জনাব মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ কামরুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল হক সরকার ও ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাসুদ রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
বক্তারা সংগঠন পরিচালনায় ওয়ার্ড দায়িত্বশীলদের ভূমিকা ও তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বীনের কাজে অবিচল থাকার আহ্বান জানান।
মোঃ শাকিল আহমেদ 












