ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতরা ২ জনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৭১ ও ৭৫ বছর। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ১ জন ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৯, চট্টগ্রামে ১৫১, ঢাকা বিভাগে ২৩৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭, খুলনায় ৭০, ময়মনসিংহে ৮৯, রাজশাহী ১০৯, রংপুর ১২ ও সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও তিনজন ভর্তি তিনজন হাসপাতালে ভর্তি হলেও তারা কোন এলাকায় তা নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১৬ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৭৬ হাজার ৯ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৭২২ জন। মৃত্যু হয়েছে ৩১৩ জনের। এরমধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোরের ৮০ ও নভেম্বরের এই পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সদ্য খবর:
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১১৭৯
-
অনলাইন ডেক্স - আপডেট সময়: ০২:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- ৮৪ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত














