Dhaka ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের সঙ্গে মিষ্ট সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে সনদের বিরোধিতা করছে বিএনপি- ‎এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

‎ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়া হবে, নৌকা না থাকলেও চিন্তা করবেন না — ধানের শীষ আপনাদের পাশে আছে! বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদের সঙ্গে তাদের মিষ্টি সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলেই বিএনপি এর বিরোধিতা করছে।”

‎মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ রামগঞ্জ ফোরাম আয়োজিত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, “তারা এখন আওয়ামী লীগের সুরে কথা বলা শুরু করেছে। কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছে, ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো আচরণ করছে। আগামী নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের সকল অপতৎপরতার জবাব দেবে ইনশাআল্লাহ।”

‎হামিদুর রহমান আযাদ আরও বলেন, “গণভোট আর জুলাই সনদের আইনি ভিত্তি পেলে আগামী দিনে আর কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করা যাবে না বলেই তারা বিরোধিতা করছে। তারা সারাবছর ঐক্যমত্য কমিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এখন বলে— ‘ঐক্যমত্য কমিশন কী সিদ্ধান্ত নিল বা না নিল, তাতে আমাদের কিছু যায় আসে না।’ তাহলে এতদিন সেখানে গেলেন কেন? না বলবেন ‘বিচার মানি’, কিন্তু তালগাছ আমার!”

‎তিনি আরও বলেন, “ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েও আমরা দেখেছি, যখনই কোনো বিষয়ে সবাই ঐকমত্যের দোরগোড়ায় পৌঁছেছে, তখনই একটি দল ভেটো দিয়ে তা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এসবের মূল কারণ, তারা মূলত সংস্কারকে ভয় পায়। কারণ সংস্কার হলে কেন্দ্র দখল, চাঁদাবাজি ও লুটতরাজের পথ বন্ধ হয়ে যাবে। তারা আমাদের বলে, ‘ভোটকে ভয় পান কেন?’ আমরা বলি, ভাই, আপনারা সংস্কারকে ভয় পান কেন?”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজিম।
‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।

‎বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাসেম, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. রেজাউল করিম এবং ঢাকা-১১ আসনের প্রার্থী আতিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এ সময় ঢাকা অবস্থানরত রামগঞ্জ উপজেলার সহস্রাধিক জামায়াত নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফ্যাসিবাদের সঙ্গে মিষ্ট সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে সনদের বিরোধিতা করছে বিএনপি- ‎এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

আপডেট সময়: ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

‎ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়া হবে, নৌকা না থাকলেও চিন্তা করবেন না — ধানের শীষ আপনাদের পাশে আছে! বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদের সঙ্গে তাদের মিষ্টি সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলেই বিএনপি এর বিরোধিতা করছে।”

‎মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ রামগঞ্জ ফোরাম আয়োজিত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, “তারা এখন আওয়ামী লীগের সুরে কথা বলা শুরু করেছে। কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছে, ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো আচরণ করছে। আগামী নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের সকল অপতৎপরতার জবাব দেবে ইনশাআল্লাহ।”

‎হামিদুর রহমান আযাদ আরও বলেন, “গণভোট আর জুলাই সনদের আইনি ভিত্তি পেলে আগামী দিনে আর কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করা যাবে না বলেই তারা বিরোধিতা করছে। তারা সারাবছর ঐক্যমত্য কমিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এখন বলে— ‘ঐক্যমত্য কমিশন কী সিদ্ধান্ত নিল বা না নিল, তাতে আমাদের কিছু যায় আসে না।’ তাহলে এতদিন সেখানে গেলেন কেন? না বলবেন ‘বিচার মানি’, কিন্তু তালগাছ আমার!”

‎তিনি আরও বলেন, “ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েও আমরা দেখেছি, যখনই কোনো বিষয়ে সবাই ঐকমত্যের দোরগোড়ায় পৌঁছেছে, তখনই একটি দল ভেটো দিয়ে তা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এসবের মূল কারণ, তারা মূলত সংস্কারকে ভয় পায়। কারণ সংস্কার হলে কেন্দ্র দখল, চাঁদাবাজি ও লুটতরাজের পথ বন্ধ হয়ে যাবে। তারা আমাদের বলে, ‘ভোটকে ভয় পান কেন?’ আমরা বলি, ভাই, আপনারা সংস্কারকে ভয় পান কেন?”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজিম।
‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।

‎বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাসেম, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. রেজাউল করিম এবং ঢাকা-১১ আসনের প্রার্থী আতিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এ সময় ঢাকা অবস্থানরত রামগঞ্জ উপজেলার সহস্রাধিক জামায়াত নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।