রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ৬টি পেট্রোল বোমা এবং ৪টি ককটেল উদ্ধার করেছে র্যাব-২। বুধবার সন্ধ্যায় র্যাব-২ ব্যাটালিয়নের একটি দল পরিত্যক্ত অবস্থায় ওইসব বোমা উদ্ধার করে।
র্যাব সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা নাশকতা ঘটানোর জন্য এসব বোমা মজুদ করে থাকতে পারে। পরে উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলো র্যাব সদর দপ্তেরের বোম ডিসপোজাল ইউনিট ধংস করেছে।
নিজস্ব প্রতিবেদক 
















