রাজধানীর হাইকোর্ট এলাকায় জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তির (পুরুষ) খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নীল রঙের দুটি ড্রাম খুললে মরদেহের খণ্ডবিখণ্ড অংশ বের করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখে দাড়ি থাকতে দেখা গেছে। মরদেহের গলা থেকে পা পর্যন্ত সবকিছুই খণ্ডিত করা ছিল। নিহতের বয়স আনুমানিক ৪০–৪৫ বছরের মধ্যে হবে। তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে দু-একদিন আগে হত্যার পর ড্রামে তার লাশের খন্ডিত অংশগুলো ভর্তি করে খুনীরা। পরে ঈদগাহের সামনে লাশভর্তি দু’টি ড্রাম ফেলে রেখে গেছে।
খণ্ডিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান খবরের কাগজকে বলেন, হাইকোর্ট এলাকায় থাকা ভাসমান মানুষদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে নীল রঙের দুটি ড্রাম পাওয়া যায়। সেগুলো খুলে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে দেখা যায়, দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ওই ড্রামের মধ্যে চাল ছিল। একই সঙ্গে মরদেহের খন্ডিত অংশগুলো কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল। শাহাদাত হোসেন নামের একজন ব্যক্তি পুলিশের নির্দেশ অনুযায়ী ওই ড্রাম দুটি খুলে মরদেহ বের করছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ধারণা করছি, হত্যাকাণ্ডটি দু-একদিন আগে হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
অনলাইন ডেক্স 

















