শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ঋণগ্রস্ত যুবক এমদাদুল ৪২। রাতে তিনি স্ত্রীকে ফোন করে বিষপান করার কথা জানান। এরপর পরিবারের লোকজন রাতভর তাকে খোঁজাখুঁজি করেও পাননি। সকালে একটি বালুমহালের কাছে মিলল তার লাশ।
ঘটনাটি ঘটেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের তালগাছি এলাকায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তালগাছি বালুর পয়েন্টের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত এমদাদুল চৌহালী উপজেলার উমারপুর এলাকার আয়নাল হকের ছেলে। তিনি গাড়াদহ গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তালগাছি বালুর পয়েন্টের পাশে এমদাদুলের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় লাল অক্ষরে কিছু লেখা দেখা যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, তালগাছি এলাকা থেকে এমদাদুল নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, এমদাদুল ঋণের দায় মেটাতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে ফোন করে বিষপানের কথা বলেছিলেন। এরপর পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে তাকে পাননি। সকালে পথচারীরা তার লাশ দেখে থানায় খবর দেন।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 












