গানে গানে সবার সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে সুর ঝংকার সংগীত বিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৫ ই নভেম্বর) শনিবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুর ঝংকার সংগীত বিদ্যালয়ের মোঃ বাবলু শেখের সভাপতিত্বে ও সংগীতশিল্পী পিএম পলাশের সঞ্চালনায়
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ আসলাম আলী।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি, মোঃ আতিক সিদ্দিকী ।
শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক, মোঃ মাহবুবুর রহমান মিলন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সংগীত অনুরাগী, মোঃ আবু সাঈদ।
বিশিষ্ট সমাজসেবক ও সংগীত অনুরাগী, মোঃ বাবু সরকার ও বিশিষ্ট সমাজসেবক সংগীত অনুরাগী, মোঃ রহম আলীসহ
শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরবন্দৃ গান পরিবেশন করেন।
এছাড়াও শাহজাদপুর প্রেসক্লাব ও শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 












