নাটোরের বড়াইগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোঃ ডালিম হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন।
এ ছাড়াও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে পত্রিকার অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভোরের চেতনা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে
লিটন রাজ-নাটোর 












