ঢাকা ও গাজীপুর মহানগরে ২১ লাখেরও বেশি ভবন থাকলেও সেগুলোর মধ্যে ৩২৫২ টি ভবনের ভূমিকম্প সহনক্ষমতা ও ঝুঁকি নির্ণয় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাউজক৷
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) -এ রাজউক আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রাজউকের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. ওয়াহিদ সাদিক৷
তিনি জানান, রাজউক ঢাকা ও গাজীপুরে ৩২৫২ টি ভবনের ভূমিকম্প সহনক্ষমতা ও ঝুঁকি নির্ণয় করেছে৷ ভবনের ভুমিকম্প ঝুঁকি নিরূপণে FEMA-310 গাইডলাইন অনুসরণ করা হয়েছে।
এর মধ্যে ২৭০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০৭ টি হাসপাতাল, ৩৬ টি থানা ও ৩০৭ টি অন্যান্য ভবনসহ মোট ৩২৫২ টি ভবনের Rapid Visual Assessment (RVA) সম্পন্ন করেছে।
এ ভবনগুলোর মধ্যে ৫৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫ টি হাসপাতাল, ৩ টি ফায়ার স্টেশন ও অন্যান্য ৩ টি সহ মোট ৫৭৯ টি ভবনের Preliminary Engineering Assessment (PEA) সম্পন্ন করেছে।
১৮৭ টি ভবনের Detailed Engineering Assessment (DEA) সম্পন্ন করেছে। যার মধ্যে ৯৪ টি স্কুল, ৭৮ টি কলেজ, ১১ টি বিশ্ববিদ্যালয় ও ৪ টি হাসপাতাল ভবনসহ মোট ১৮৭ টি ভবন রেট্রোফিটিংয়ের সুপারিশ করেছে। ঢাকা ও গাজীপুরে ৪২ টি ভবন অপসারণের সুপারিশ করেছে রাজউক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান৷ সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম৷
নিজস্ব প্রতিবেদক 












