পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি নিয়ে বিরোধে জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় মকসেদ আলী গংয়ের বিরুদ্ধে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সাড়ে এগারোটায় আটোয়ারী উপজেলার তোড়িয়া মুন্সিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে ।পরে ভুক্তভোগী মৃত ফারাজ উদ্দীনর ছেলে দেলোয়ার হোসেন ওইদিন রাতে আটোয়ারী থানায় অভিযোগ করে।কিন্তু তিনদিন পার হলেও মামলা রুজু করা হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন তফশিল বর্ণিত দাগের জমি আমার পিতার পৈত্রিক সূত্রে ও কবলা মুলে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল ও পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছি।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মকসেদ আলী গং পূর্ব পরিকল্পিত ভাবে বাঁশের লাঠি,ধারালো ছোড়া,লোহার রড ও দেশীয় অস্ত্রে সহ বসতবাড়ীতে প্রবেশ করে। ভাংচুর টাকা পয়সা লুটপাট করে।একজোট হয়ে আমার বসত বাড়ি জমি দখলের চেষ্ঠা করে।
তাদের হাতে থাকা বাঁশের লাঠি,ধারালো ছোড়া,লোহার রড, কুড়াল, বশিলা, হাসুয়া দা নিয়ে আমার বসত বাড়ির একটি সোয়ার টিনের ঘর, সেনেটারি ল্যাট্রিন ঘর ও একটি নলকুপ ভাঙ্গে ফেলে। এবং ঘরে থাকা আলমারিতে থেকে এক লক্ষ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে।
কামরুজ্জামান সাইদ,পঞ্চগড় প্রতিনিধি 












