বগুড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে বার্জার পেইন্টস-এর উদ্যোগে “এসো বিজয়ের উল্লাসে মাতি রঙ তুলিতে” এ শ্লোগানকে সামনে রেখে বার্জার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। আজ সকালে শহরের জলেশ্বরীতলায় বার্জার এক্সপেরিয়েন্স জোন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। প্রতিযোগিতায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি আলী এখতিয়ার তালুকদার তাজু, বার্জার পেইন্টস-এর এ্যাডমিন মোশাররফ হোসেন, শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, আরিফুল হক খান রনিক, প্রথম আলোর বগুড়ার স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ, ডাঃ মর্তুজা মজিদ, বেলাল উদ্দিন আহম্মেদ, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা শিশুদের হৃদয়ে জাগ্রত করতে এমন সৃজনশীল আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শিশুদের তুলির আঁচড়েই ফুটে ওঠে দেশপ্রেম, ইতিহাস ও স্বপ্নের বাংলাদেশ।
প্রতিযোগিতা শেষে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি বিভাগে মোট ৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়। এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে উৎসাহমূলক উপহার, সার্টিফিকেট, খাবার ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশুদের সৃজনশীল বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সদ্য খবর:
বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-
এসএম দৌলত,বগুড়া,প্রতিনিধি - আপডেট সময়: ০৯:১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ১০৫ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত













