তোমার দীপ্ত প্রাণে গণমুক্তির স্বপ্ন ছিল অবিরত এই শ্লোগানকে সামনে রেখে সাবেক ইউনাইটেড কমিউনিস্টলীগের এর পলিটব্যুরো সদস্য ও পাবনা জেলার সংগ্রামী কৃষকনেতা কমরেড নজরুল ইসলাম এর মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার বিকাল ৪ টায় শাহজাদপুর প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করা হয়। উক্ত স্মরণসভায় অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন,
অ্যাডভোকেট মতিউর রহমান,সাংবাদিক আতাউর রহমান পিন্টু,নাট্য ব্যক্তিত্ব কাজী ওবায়দুল হক শওকত,
মোঃ কাওছার মনসুর, সমাজতান্ত্রিক মজলুর পার্টির পলিট ব্যুরো সদস্য,ছাত্রনেতা ছানোয়ার, রফিকুল ইসলাম, কমরেড সেরাজ, নেতা বুদ্ধিশ্বর,
সাংস্কৃতি ব্যক্তিত্ব মীর বাবুল, নাট্য ব্যক্তিত্ব এ এ শহীদুল্লাহ বাবলুসহ আরও অনেক উপস্থিত ছিলেন,
বক্তারা বলেন, কমরেড নজরুল ইসলাম আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কৃষক আন্দোলন সংগঠিত করতে তার ভূমিকা ছিল ঐতিহাসিক।
এর আগে এই নেতার আত্মার শান্তি কামনা
করে এক মিনিট নীরবতা পালন হয়।
নিজস্ব প্রতিবেদক 










