পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আটোয়ারী থানার দক্ষিণ পাশে অবস্থিত উপজেলা প্রাণিসম্পদ অফিসে ৪ জানুয়ারি অদ্য আনুমানিক রাত ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। নৈশ প্রহরী না থাকায় চোরেরা নির্বিঘ্নে এ চুরি সংঘটিত করে বলে ধারণা করা হচ্ছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি কম্পিউটার সেট, একটি এলইডি স্মার্ট টিভি, একটি মনিটর, ইন্টারনেট সংযোগের বিভিন্ন ডিভাইস, প্রায় ২০০ ফিট বৈদ্যুতিক তার, সিসি ক্যামেরার একাধিক ডিভাইস ও বেশ কয়েকটি বৈদ্যুতিক বাতি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ জানান, প্রায় ১৩ দিন আগে অফিস ও প্রাণিসম্পদ হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কিন্তু এর মধ্যেই চোরেরা অত্যন্ত কৌশলী ও ফিল্মি স্টাইলে চুরির ঘটনা ঘটিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান জানান, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী বলেন,
ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরকারি দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদন্তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে নৈশ প্রহরী নিয়োগসহ সার্বিক নিরাপত্তা জোরদার এবং দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কামরুজ্জামান,পঞ্চগড়,প্রতিনিধি 














