হিমেল হাওয়া আর কুয়াশা সঙ্গী করে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের দাপটে ৯ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় চলতি মাসেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগে চলমান শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, সোম ও মঙ্গলবার (৫-৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এ দু’দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেটের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও এমন দাপটে থাকতে পারে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে এই সময়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। তবে সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৭, ৮ ও ৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এরমধ্যে বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সদ্য খবর:
৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৫:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- ৪১ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত













