সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে বেলকুচিবাসির দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনে পৌর সভার অর্থায়নে পৃথকস্থানে নিরাপদ পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরিন জাহান।
উল্লেখ্য, বেলকুচি উপজেলার জনগণের দুর্ভোগের আরেক নাম মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডের যানজট, এখানে ১ মিনিটের রাস্তা পার হতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় ইমারজেন্সি রোগি নিয়ে এম্বুলেন্স সময়মত হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক রোগির জীবন আশংকা জনক মুহূর্ত কাটাতে হয়েছে, সমস্যার কারন রাস্তার উপরে অবৈধভাবে লোডআনলোড, মেইন রাস্তার উপরে অবস্থিত সিএনজি স্ট্যান্ড, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত অটোরিকশার কারনে সবসময় যানজট লেগেই থাকতো, সেই যানজট নিরসনে রাস্তার উপর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে পৃথক স্থানে করা হয়েছে পৌর সিএনজি স্ট্যান্ড।
সোমবার সকালে ৫ জানুয়ারি পৌর সিএনজি স্ট্যান্ড উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, পৌর সভার প্রকৌশলী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আলী, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলা ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।
রেজাউল করিম,বেলকুচি,সিরাজগঞ্জ 










