বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় ধুকুরিয়া সাতলাঠি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জনগণের কল্যাণে তার আজীবন ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, জনাব মোঃ বাবর আলী সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিচল সৈনিক। তার নেতৃত্ব, সাহস ও আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ ইমতিয়াজ উদ্দিন (সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি), নুরে আলম (আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকদল), ফজলুল হক ফজল (সাবেক সদস্য সচিব), আব্দুল বারিক মেম্বার (সাবেক সাধারণ সম্পাদক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি), নজরুল ইসলাম ঝন্টু (সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি), সাইফুল ইসলাম (বিএনপি নেতা), হাসমত আলী হাসু (প্যানেল চেয়ারম্যান, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ), ইলিয়াস (সাবেক ছাত্রনেতা, বেলকুচি কলেজ ছাত্রদল), রেজাউল করিম লালন (সাবেক যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা ছাত্রদল), শাহীন হোসেন ও আব্দুল রাজ্জাকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি।
আশিকুল ইসলাম,বেলকুচি,সিরাজগঞ্জ 










