আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–০৬ (শাহজাদপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত।জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। বাসদের প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আলহাজ্ব মোঃ মেজবাহ উদ্দিন।জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোঃ এস এম সাইফ মোস্তাফিজ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোছাঃ ইলোরা খাতুন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মোঃ মোশারফ হোসেন।জাতীয় পার্টির প্রার্থী মোঃ মোক্তার হোসেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। কাগজপত্রে ত্রুটি, তথ্যগত অসঙ্গতি ও আইনগত কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 










