ভারতে পাচারের সময় রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫৫ লাখ টাকার পাঁচটি স্বর্ণের বারের কাটা অংশসহ মো. মোশারফ হোসেন (২০) নামের চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে হাটপাড়া ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযুক্ত মোশারফ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। তার কোমরের লুঙ্গির ভাঁজে কসটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলোর অংশ পাওয়া যায়, যেগুলোর ওজন মোট ২৯৪.১৩ গ্রাম।
স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী অমৃত সরকার পরীক্ষা করে নিশ্চিত করেন যে এগুলো প্রকৃত স্বর্ণ। আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮১ হাজার টাকা।
পুলিশ জানায়, মোশারফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে পলাতক ডাবলু, জাহিদসহ আরও কয়েকজনের সহায়তায় বিভিন্ন জেলা থেকে স্বর্ণ সংগ্রহ করে পাচারের পরিকল্পনা করছিল।
এ ঘটনায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ – এর ২৫(বি)-এর (১)(এ) বা ২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, এটি একটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের অংশ হতে পারে। পলাতকদের ধরতে অভিযান চলছে
Reporter Name 

















