গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন তাহলে মানবিক হয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিবেন। ধানের শীষের ভোট চাইবেন।
আগামীতে বিএনপিকে বিজয়ী করতেই হবে। গতকাল শুক্রবার বিকেলে জিয়া সাইবার ফোর্স সাদুল্লাপুর উপজেলা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, আপনারা যারা জিয়া সাইবার ফোর্স সংগঠনের সঙ্গে জড়িত আছেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকবেন। বিএনপি কিংবা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অনলাইন মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়াবে সেগুলো দ্রুত চিহ্নিত করতে হবে।
সাদুল্লাপুর শহেরর সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক বিষ্ণু কুমার দাস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুহুল আমীন তমাল, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম। জিয়া সাইবার ফোর্স সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মামুনুর রশিদ প্রধানের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেনের সঞ্চালনায় সংগঠনটির ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ হোসেন বাবু, নাজমুল হোসেন, মশিউর রহমান সবুজ, নুরুল হুদা টিপু, মিলন মিয়া, হানিফ মিয়া, শামিউল হাসান শামীম, সাজ্জাদুর রহমান প্রমুখ।
Reporter Name 











