Dhaka ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা: তথ্য উপদেষ্টা

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৬৯ ভিউ টাইম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশের সব সাংবাদিকের জন্য ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা আগামী এক সপ্তাহের মধ্যে হবে। তিনি বলেন, বেতন কমপক্ষে নবম গ্রেডের সমমান রাখা হবে এবং গণমাধ্যমের টেকসইতা নিশ্চিত করতে বিজ্ঞাপন নীতি ও প্রচারসংখ্যা যাচাই করা হবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা থাকায় কিছু পত্রিকা বেতন দিতে অক্ষম। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের হার কমিয়ে বাজারে টিকে থাকা গণমাধ্যমগুলোর সুবিধা নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, যারা প্রতিযোগিতার শর্ত পূরণ করতে পারবে না, তারা স্বাভাবিকভাবেই বাজার থেকে সরে যাবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ওয়ান হাউজ-ওয়ান মিডিয়া নীতি এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত কেবিনেটে পেশ করা হবে। অনলাইন নিউজ পোর্টালের জন্যও নীতিমালা চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি সতর্ক করেছেন, যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হচ্ছে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি টেলিভিশনের পরিস্থিতি সম্পর্কেও মাহফুজ আলম বলেন, কিছু টেলিভিশন লাইসেন্স আগের সরকারের সময় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। তারা এখনও মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে উপার্জন সংগ্রহ করছে। তিনি আশা প্রকাশ করেন, এই খাতেও দ্রুত সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সৎকারে বাধা, লাশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা: তথ্য উপদেষ্টা

আপডেট সময়: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশের সব সাংবাদিকের জন্য ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা আগামী এক সপ্তাহের মধ্যে হবে। তিনি বলেন, বেতন কমপক্ষে নবম গ্রেডের সমমান রাখা হবে এবং গণমাধ্যমের টেকসইতা নিশ্চিত করতে বিজ্ঞাপন নীতি ও প্রচারসংখ্যা যাচাই করা হবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা থাকায় কিছু পত্রিকা বেতন দিতে অক্ষম। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের হার কমিয়ে বাজারে টিকে থাকা গণমাধ্যমগুলোর সুবিধা নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, যারা প্রতিযোগিতার শর্ত পূরণ করতে পারবে না, তারা স্বাভাবিকভাবেই বাজার থেকে সরে যাবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ওয়ান হাউজ-ওয়ান মিডিয়া নীতি এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত কেবিনেটে পেশ করা হবে। অনলাইন নিউজ পোর্টালের জন্যও নীতিমালা চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি সতর্ক করেছেন, যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হচ্ছে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি টেলিভিশনের পরিস্থিতি সম্পর্কেও মাহফুজ আলম বলেন, কিছু টেলিভিশন লাইসেন্স আগের সরকারের সময় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। তারা এখনও মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে উপার্জন সংগ্রহ করছে। তিনি আশা প্রকাশ করেন, এই খাতেও দ্রুত সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।