ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারনার অংশ হিসেবে ঢাকা-১০ আসনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গণমিছিল করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।রবিবার (২৬ অক্টোবর) গণমিছিলটি নিউমার্কেট-১ নাম্বার গেইট থেকে শুরু হয়ে ধানমন্ডি-২৭ নাম্বার রোডের রাপা প্লাজার সামনে গিয়ে শেষ হয়। বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
গণ মিছিলের আগে সমাবেশে ব্যারিস্টার অসীম বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কেউ যদি নির্বাচন করতে চায়, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কোনো এক উপদেষ্টা বিশেষ উদ্দেশ্য নিয়ে গোপনীয়তা রক্ষা করে বিভিন্ন প্রজেক্ট পাস করিয়ে জনগণের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন।
উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের কাতারে নেমে এসে নির্বাচন করুন। এতে কারো কোনো আপত্তি থাকবে না।
সদ্য খবর:
ঢাকা-১০ আসনে ব্যারিষ্টার অসীমের গণমিছিল
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৭:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- ৯১ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত













