Dhaka ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত দুইজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২২ ও ৫৫ বছর। ১ জন ঢাকার মুদগা জেনারেল হাসপাতালে ও ১ জন কুর্মিটোল জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৪, চট্টগ্রামে ৮৮, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫, খুলনায় ৫০, ময়মনসিংহে ৫১, রাজশাহী ৬৬, রংপুরে ১৬ ও সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৬৫ হাজার ৩১২ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এরমধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬ ও অক্টোরের এই পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

আপডেট সময়: ০৪:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত দুইজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২২ ও ৫৫ বছর। ১ জন ঢাকার মুদগা জেনারেল হাসপাতালে ও ১ জন কুর্মিটোল জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৪, চট্টগ্রামে ৮৮, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫, খুলনায় ৫০, ময়মনসিংহে ৫১, রাজশাহী ৬৬, রংপুরে ১৬ ও সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৬৫ হাজার ৩১২ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এরমধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬ ও অক্টোরের এই পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।