প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের তিন দফা দাবি হল-সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও ১০ বছর-১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের পক্ষে যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বলেন, এই তিন দফা দাবি নিয়ে গত ১ নভেম্বর থেকে আমরা অর্ধদিবস কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না আসায় আমরা মঙ্গলবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি।
সাবেরা বেগম জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে দাবি আদায় না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করবেন তারা।
সদ্য খবর:
পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ১২৮ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত














