Dhaka ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের গভীর উদ্বেগ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে।
তারেক রহমান বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও বহু পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্য এবং এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন—এ তাদের মানবিক দায়িত্ববোধের পরিচায়ক। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশবাসীকে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে দ্রুতই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সমাপ্তি ঘটবে এবং কোনো প্রাণহানি না ঘটে সে জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এই কঠিন সময়ে তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবেন—এমন প্রত্যাশা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সৎকারে বাধা, লাশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের গভীর উদ্বেগ

আপডেট সময়: ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে।
তারেক রহমান বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও বহু পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্য এবং এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন—এ তাদের মানবিক দায়িত্ববোধের পরিচায়ক। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশবাসীকে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে দ্রুতই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সমাপ্তি ঘটবে এবং কোনো প্রাণহানি না ঘটে সে জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এই কঠিন সময়ে তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবেন—এমন প্রত্যাশা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।