ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ ২০ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর শোক পালনের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয় দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রীয় শোক পালনের নিমিত্তে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাতে হবে। কিন্তু পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় বেশিরভাগ দপ্তরে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূবালী ব্যাংক, আটোয়ারী সাব জোনাল অফিস, এসকেএস (SKS) ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, গাক, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), আশ্রয় ও উদ্দীপন সহ বেশিরভাগ প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না রেখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা মানেনি।
এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, আমি নির্বাচনের জন্য ঢাকায় ট্রেনিংয়ে এসেছি। যেসব ব্যাংক ব এনজিও প্রতিষ্ঠান শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেনি তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
কামরুজ্জামান সাঈদ,পঞ্চগড় 











