গণঅধিকার পরিষদ (জিওপি) রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করায় সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর উপজেলা) আসনে ব্যক্তিগতভাবে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন দলটির ট্রাক প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নাঈম উদ্দিন সিরাজী।
মো. নাঈম উদ্দিন সিরাজী গণঅধিকার পরিষদের একজন পরীক্ষিত সংগঠক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। তিনি বর্তমানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-যুবক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শ্রমিক অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গণঅধিকার পরিষদ (জিওপি) শাহজাদপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
এক লিখিত বিবৃতিতে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত ও বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে মো. নাঈম উদ্দিন সিরাজী দীর্ঘ সময় ধরে শাহজাদপুর উপজেলাজুড়ে গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। ট্রাক প্রতীককে সামনে রেখে তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন এবং ন্যায়, অধিকার ও জনস্বার্থভিত্তিক রাজনীতির বার্তা তুলে ধরেন।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ–৬ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে যারা তার পক্ষে মনোনয়ন সংগ্রহসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সেই সকল নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
মো. নাঈম উদ্দিন সিরাজী ভবিষ্যতেও শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ ও বঞ্চিত শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতেও সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করেন।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 











