অবরুদ্ধ গাজায় ত্রাণের প্রবেশ থেকে বাধা তুলে নিয়েছে ইসরায়েল। ত্রাণ প্রবেশে স্থগিতাদেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
আইডিএফের ওই কর্মকর্তা জানান, গতকাল রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই ইসরায়েলি সেনা। এ ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিতের আদেশ দেয় ইসরায়েলের সরকার।
এই স্থগিতাদেশ দেওয়ার পর রোববার রাতে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। সেই অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হন।
এদিকে গাজায় দুই ইসরায়েলি সেনাকে হত্যা এবং তার প্রতিক্রিয়ায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিত করা ও আইডিএফের বিমান অভিযান নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।
প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তা এখনও কার্যকর আছে। সম্প্রতি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার যে ঘটনা ঘটেছে— আমার মনে হয় না এর সঙ্গে হামাসের নেতারা যুক্ত। যাই হোক এই ব্যাপারগুরো এখন থেকে কঠোর ও সঠিকভাবে সামলাতে হবে।
ট্রাম্প আরও বলেন, এখন আমাদের দেখতে হবে যে আসলে সেখানে কী হচ্ছে। আমি হামাসকে নিশ্চয়তা দিতে চাই যে এটা (যুদ্ধবিরতি) হামাসের জন্য খুবই শান্তিপূর্ণ হবে।
Reporter Name 













