দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অবশেষে নিজের বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন।
দীর্ঘদিনের প্রেম এবং বিবাহের পর ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে, যা নিয়ে ভক্ত ও মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। বিচ্ছেদের পর সামান্থা ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করেছেন — একদিকে মানসিক যন্ত্রণা, অন্যদিকে মায়োসাইটিস নামক জটিল রোগের সঙ্গে লড়াই। এসবের কারণে তিনি কিছু সময় অভিনয় থেকেও দূরে ছিলেন।
চার বছর নীরব থাকার পর সাম্প্রতিক সাক্ষাৎকারে সামান্থা তার সেই সময়ের অভিজ্ঞতা ও সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, বিচ্ছেদের পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কড়া নজর এবং ট্রল তাকে মানসিকভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করেছি বাস্তবকে তুলে ধরতে। আমার অনুসারীরা জানেন, আমি আমার জীবনের কষ্ট, বিচ্ছেদ আর অসুস্থতা লুকাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি নিখুঁত নই, ভুল করেছি, হোঁচট খেয়েছি। তবে সবসময় নিজেকে ভালো কিছুতে পরিণত করার চেষ্টা করেছি।’ সামান্থা স্বীকার করেন যে, এই সংগ্রামের পথ সহজ ছিল না, কিন্তু নিজের প্রতি সৎ থেকেছেন এবং এখনো আগের মতোই সাহস নিয়ে এগিয়ে চলেছেন।
Reporter Name 
















