Dhaka ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বিজ্ঞাপনে জুটি বাধলো রানভীর-শ্রীলীলা

  • Reporter Name
  • আপডেট সময়: ০৬:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৯২ ভিউ টাইম

অ্যাটলির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা। ছবি : সংগৃহীত

বলিউডে এখন বিজ্ঞাপন আর কেবল পণ্যের প্রচার নয়- এটি হয়ে উঠছে পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতোই আকর্ষণীয়, চমকপ্রদ এবং বিশাল বাজেটের বিনিয়োগ। এই ধারায় নতুন সংযোজন, এক ব্যতিক্রমী বিজ্ঞাপনচিত্র- পরিচালনায় দক্ষিণী হিট নির্মাতা অ্যাটলি, মুখ্য ভূমিকায় রণবীর সিং, ববি দেওল ও দক্ষিণী সেনসেশন শ্রীলীলা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই বিজ্ঞাপনটি হতে চলেছে ভারতের অন্যতম ব্যয়বহুল বিজ্ঞাপন প্রজেক্ট। বাজেটের দিক থেকে এটি ইতোমধ্যেই ‘ছাবা’ (১৩০ কোটি) ও ‘রেইড টু’ (১২০ কোটি)-এর মতো মূলধারার সিনেমাকেও ছাড়িয়ে গেছে।

এই বিজ্ঞাপনচিত্র নির্মিত হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘চিং’স দেশি চাইনিজ’-এর জন্য। জানা গেছে, রণবীর সিং এতে আবারও হাজির হচ্ছেন তার পুরনো ও জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’ রূপে। তবে এবার আয়োজন আরও বিস্তৃত- উচ্চমানের ভিএফএক্স, অ্যাটলির নিজস্ব অ্যাকশন কোরিওগ্রাফি ও আন্তর্জাতিক লোকেশনে শুটিং।

বিশাল সেট তৈরি করে একাধিক দেশে দৃশ্যধারণ করা হচ্ছে। পুরো বিজ্ঞাপনজুড়ে থাকছে চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টস ও থ্রিলিং দৃশ্যাবলী- যা সাধারণ কোনো বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে দর্শকদের।

বিজ্ঞাপনটির কলাকুশলী, বাজেট ও নির্মাণ কৌশল দেখে বোঝাই যাচ্ছে, এটি শুধুই ব্র্যান্ডিয়ের জন্য নয়- বলিউডের বিজ্ঞাপন জগতে এক নতুন যুগের সূচনা ঘটাতেই যেন তৈরি হচ্ছে এই ‘মিনি ব্লকবাস্টার’।

অ্যাটলি নিজেই বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত পরিচালকদের একজন। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে তার জুটি ব্যাপক সাড়া ফেলেছিল। এর আগে ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’র মতো সুপারহিট ছবিরও পরিচালক ছিলেন তিনি।

বিজ্ঞাপনটির পর অ্যাটলি হাত দিচ্ছেন আরও বড় প্রজেক্টে-‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে তার পরবর্তী সিনেমা। ধারণা করা হচ্ছে, এই সিনেমার প্রস্তাবিত বাজেট প্রায় ৮০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকার কাছাকাছি।

সব মিলিয়ে, অ্যাটলির পরিচালনায় এই বহুল আলোচিত বিজ্ঞাপন শুধু একটি প্রমোশনাল কনটেন্ট নয়- এটি বলিউড ও বিজ্ঞাপনের সংমিশ্রণে এক নতুন ‘সিনেমাটিক বিপ্লব’-এর শুরু হতে পারে বলেই মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সৎকারে বাধা, লাশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ

নতুন বিজ্ঞাপনে জুটি বাধলো রানভীর-শ্রীলীলা

আপডেট সময়: ০৬:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বলিউডে এখন বিজ্ঞাপন আর কেবল পণ্যের প্রচার নয়- এটি হয়ে উঠছে পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতোই আকর্ষণীয়, চমকপ্রদ এবং বিশাল বাজেটের বিনিয়োগ। এই ধারায় নতুন সংযোজন, এক ব্যতিক্রমী বিজ্ঞাপনচিত্র- পরিচালনায় দক্ষিণী হিট নির্মাতা অ্যাটলি, মুখ্য ভূমিকায় রণবীর সিং, ববি দেওল ও দক্ষিণী সেনসেশন শ্রীলীলা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই বিজ্ঞাপনটি হতে চলেছে ভারতের অন্যতম ব্যয়বহুল বিজ্ঞাপন প্রজেক্ট। বাজেটের দিক থেকে এটি ইতোমধ্যেই ‘ছাবা’ (১৩০ কোটি) ও ‘রেইড টু’ (১২০ কোটি)-এর মতো মূলধারার সিনেমাকেও ছাড়িয়ে গেছে।

এই বিজ্ঞাপনচিত্র নির্মিত হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘চিং’স দেশি চাইনিজ’-এর জন্য। জানা গেছে, রণবীর সিং এতে আবারও হাজির হচ্ছেন তার পুরনো ও জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’ রূপে। তবে এবার আয়োজন আরও বিস্তৃত- উচ্চমানের ভিএফএক্স, অ্যাটলির নিজস্ব অ্যাকশন কোরিওগ্রাফি ও আন্তর্জাতিক লোকেশনে শুটিং।

বিশাল সেট তৈরি করে একাধিক দেশে দৃশ্যধারণ করা হচ্ছে। পুরো বিজ্ঞাপনজুড়ে থাকছে চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টস ও থ্রিলিং দৃশ্যাবলী- যা সাধারণ কোনো বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে দর্শকদের।

বিজ্ঞাপনটির কলাকুশলী, বাজেট ও নির্মাণ কৌশল দেখে বোঝাই যাচ্ছে, এটি শুধুই ব্র্যান্ডিয়ের জন্য নয়- বলিউডের বিজ্ঞাপন জগতে এক নতুন যুগের সূচনা ঘটাতেই যেন তৈরি হচ্ছে এই ‘মিনি ব্লকবাস্টার’।

অ্যাটলি নিজেই বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত পরিচালকদের একজন। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে তার জুটি ব্যাপক সাড়া ফেলেছিল। এর আগে ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’র মতো সুপারহিট ছবিরও পরিচালক ছিলেন তিনি।

বিজ্ঞাপনটির পর অ্যাটলি হাত দিচ্ছেন আরও বড় প্রজেক্টে-‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে তার পরবর্তী সিনেমা। ধারণা করা হচ্ছে, এই সিনেমার প্রস্তাবিত বাজেট প্রায় ৮০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকার কাছাকাছি।

সব মিলিয়ে, অ্যাটলির পরিচালনায় এই বহুল আলোচিত বিজ্ঞাপন শুধু একটি প্রমোশনাল কনটেন্ট নয়- এটি বলিউড ও বিজ্ঞাপনের সংমিশ্রণে এক নতুন ‘সিনেমাটিক বিপ্লব’-এর শুরু হতে পারে বলেই মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।