এ বছর হচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এক মাস পরেই শুরু হওয়ার কথা থাকলেও এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, এলপিএলের আসরটি অনুষ্ঠিত না হওয়ার কারণ আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মূলত, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের পূর্বে ভেন্যুগুলোকে আন্তর্জাতিক মানের হতে হয়। এজন্য নিজেদের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন ও মেরামতের উপর জোর দিচ্ছে শ্রীলঙ্ক।
বিশ্বকাপ আয়োজন প্রস্তুতি হিসেবে স্টেডিয়ামগুলোতে দর্শক ধারণ সংখ্যা বৃদ্ধি, খেলোয়াড়দের ড্রেসিং রুমের সুবিধা বাড়ানো ও ব্রডকাস্ট প্রযুক্তির আধুনিকায়ন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। যে কারণে এ বছরের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বাতিল করল দেশটির ক্রিকেট বোর্ড।
ষষ্ঠ এলপিএল শুরুর হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর। আর পর্দা নামার কথা ছিল ২৩ ডিসেম্বর। ভেন্যু হিসেবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাকে বিবেচনা করা হয়েছিল।
Reporter Name 















